
শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৫-২৬ইং সনের নির্বাচন সম্পন্ন হয়েছে।আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার (২৪এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৫১ জন ভোটারের মধ্যে ২৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সন্ধ্যায় ভোট গণনা শেষে সভাপতি পদে ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুর রশিদ মিয়া পেয়েছেন ৩৯ ভোট।সাধারণ সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. শফিকুল ইসলাম এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমল রাজবংশী পেয়েছেন ৮৫ ভোট।এ ছাড়া সহ সভাপতি পদে মো. রমজান আলী ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ৯৭ ভোট।অডিটর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মো. জুলহাস ও মো.তারিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মো. সোহেল রানা বিজয়ী হয়েছেন এবং কার্যনিবাহী সদস্য পদে মো. সাইম ও মো. রবীন বিজয়ী হয়েছেন।এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এড. মোরাদ হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মো. দেলোয়ার হোসেন দুলাল, আবু বক্কর সিদ্দিক, মো. আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন আলম।