1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

ডামুড্যার সাজা প্রাপ্ত ৫ মামলার ফেরারি আসামী ঢাকা শাজাহানপুর থেকে গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার ডামুড্যায় বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ৫ মামলার ফেরারি আসামী আনসার আলী শেখ(৫৪) নামে একজনকে ঢাকা শাজাহানপুর থেকে গ্রেফতার করে ডামুড্যা থানার চৌকস পুলিশের একটি টিম।পুলিশ সূত্রে জানা-যায় আনসার আলী শেখ (৫৪) পিতা মৃত আঃ আলী শেখ ডামুড্যা থানাধীন দক্ষিণ ডামুড্যা গ্রামের ৭নং নিবাসী এবং ডামুড্যা বাজারের সার ব্যাবসায়ী। তার বিরুদ্ধে ৪টি সিআর এবং ১টি জিআর মামলার অভিযোগ এনে তাকে বিভিন্ন মেয়াদে সাজা সহ অর্থ দণ্ডাদেশ প্রদান করেন শরীয়তপুর বিজ্ঞ দায়রা জজ আদালত।তার প্রেক্ষিতে আনসার আলী শেখ দীর্ঘদিন যাবত ওয়ারেন্ট ভুক্ত ফেরারি আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল (১৯ এপ্রিল) বিকাল ৫ টার সময় ডামুড্যা থানা কর্মরত এস আই (নিরস্র) অলিউল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম প্রযুক্তির সহায়তায় ঢাকা শাজাহানপুর থানার আওতা থেকে তাকে গ্রফতার করাহয়। এ বিষয় ডামুড্যা থানার অফিসার ইন চার্জ হাফিজুর রহমান মানিক বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিজ্ঞাবদ্ধ একটি বাহিনী। জেলা পুলিশ শরীয়তপুর যেকোন ধরনের অপরাধের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিরলস ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আসামি আনসার আলী শেখকে নিন্ম উল্লেখিত ১। সিআর ১৩৫/১৭, সিআর সাজা, যাহার প্রসেস নং ২৭/২৫, ধারা – এন,আই , এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ১বছর সশ্রম কারাদণ্ড এবং ১১০০০০০/= এগারো লক্ষ টাকা জরিমানা। ২। সিআর ১১১/১৭, সিআর সাজা, যাহার প্রসেস নং – ২৬/২৫, ধারা- এন,আই, এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ৬মাস সশ্রম কারাদণ্ড ৩০০০০০৳ জরিমানা। ৩। সিআর মামলা নং-৪৩৯/১৭, সিআর সাজা যাহার প্রসেস নং ৩৭/২৫, ধারা- এন,আই, এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত সাজা প্রাপ্ত। ৪। সিআর মামলা নং ২০৬/১৫, সিআর সাজা, যাহার প্রসেস নং -৩৬/২৫, ধারা-এন,আই, এ্যাক্ট১৮৮১এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০০০০০৳ জরিমানা। ৫। সাভার মডেল থানা জিআর ৪০৯/২১ যাহার প্রসেস নং ২৭/২৫, অনুরূপ ধারায় ওয়ারেন্ট ভুক্ত মামলায় তাকে গ্রেফতার করাহয়। এবং তাকে আদালতে প্রেরন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park