
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা এবং পাটুরিয়া লঞ্চ ঘাটে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে চার লঞ্চ মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৯ মার্চ) সকালে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন।অভিযানে আরিচা ঘাট এলাকা থেকে অতিরিক্ত যাত্রী তোলার দায়ে লঞ্চ মালিক নজরুল ইসলামকে ৫ হাজার, দীপু মিয়াকে ৬শ এবং মো. লিটনকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এরপর একই অপরাধে পাটুরিয়া লঞ্চ ঘাটের মেসার্স সাইম শিপিং লাইন্সের ম্যানেজার আমজাদ হোসেনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, যাত্রীদের বার্তি চাপে এমন ঘটনা ঘটেছে। এখানে আমাদের কোনো দোষ নেই। প্রশাসনের পক্ষ থেকে আনসার সদস্য যাত্রী নিয়ন্ত্রণের জন্য রাখা হয়েছে। আমাদের পক্ষ থেকে লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে। এরপর আমরা আরো বেশি সতর্ক থাকব।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, আমরা চাইনা ঈদ-যাত্রায় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।এছাড়াও ,পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগ বর্জনের আহ্বান জানিয়ে যাত্রীদের মাঝে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।