
তাজউদ্দীন আহমেদ টুকু।।খুলনার দৌলতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। ৩ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় দৌলতপুর বাজার মৎস্য মার্কেট চত্তরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে নির্বাচনী কার্যক্রম শান্তি শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছিল।দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ কিছু ভোটারদের অভিযোগের প্রেক্ষিতে ভোটার তালিকা ত্রুটি বিচ্যুতি দেখা দেওয়ায় নির্বাচন কমিশনার এক প্রকার বাধ্য হয়ে সাথে সাথে ভোট গ্রহণ বন্ধ করে দেয়।এতে ভোটার ও প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।প্রার্থীরা বলেন নির্বাচন বন্ধ ঘোষণার ফলে তারা পুনরায় প্রচার-প্রচারণার ক্ষেত্রে আবারো আর্থিকভাবে ক্ষতি গ্রস্ত হবেন।এদিকে দৌলতপুর বাজার বণিক সমিতির এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: নান্নু মোড়লের মোটরসাইকেল মার্কার সমর্থক কে, এম ইব্রাহীম আলম রোবায়েত এর উপর অপর সাধারণ সম্পাদক প্রার্থী আনারস মার্কার এম এম জসিম এর সমর্থকরা চাপাতি ও ছুরি দিয়ে গুরুতর আহত করেছে বলে জানাযায়।আহত কেএম ইব্রাহীম আলম রোবায়েত অভিযোগ করে বলেন ভোটার তালিকা ত্রুটি বিচ্যুতি উত্থাপিত হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।এতে নির্বাচন কমিশনার ভোট গ্রহণ বন্ধ করে দেন।এ সময় আমি ভোটকেন্দ্রে উপস্থিত ছিলাম।পরে জানতে পারি আনারস মার্কার প্রার্থী এম এম জসিমের সমর্থকরা মিছিল সহকারে নান্নু মোড়লের নির্বাচন অফিস ভাঙচুর করছে, এই সংবাদ পেয়ে আমি ঘটনা স্থলে ছুটে যাই,পথে মধ্যে দৌলতপুর উত্তরা ব্যাংকের সামনে আসলে ওরা আমাকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতরকৃত হামলা চালায়।এ সময় আমার গলায় থাকা দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, একটি স্মার্ট ঘড়ি ও ভিভো মডেলের একটি স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য সর্বমোট প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।উল্লেখ্য দৌলতপুর বাজার বণিক সমিতির সাধারণ নির্বাচনে ১৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলো ৪৩ জন,আর ভোটার সংখ্যা ২৫৬৩ জন।