
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।তারুণ্যের উৎসব উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জে মিনি ম্যারাথনের আয়োজন করেছে জেলা প্রশাসন।আজ (শনিবার) সকাল সাড়ে আটটায় সদর উপজেলার পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই ম্যারাথন শেষ হয় জেলা শহরের স্টেডিয়াম সংলগ্ন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে।উৎসবমুখর এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। মিনি ম্যারাথনের উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চার প্রতি আগ্রহী করা এবং তারুণ্যের শক্তি ও উদ্যম উদযাপন করা।ম্যারাথন শেষে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী ২০ জন পুরুষ এবং ১০ জন নারীকে অর্থ পুরস্কার এবং সনদ তুলে দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।