
খুলনা প্রতিনিধি।। খুলনায় একটি দোকানে চা পানের সময় দুর্বৃত্তের গুলিতে সৈকত (২৪) নামের এক যুবক আহত হয়েছেন।বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরের ১ নম্বর কাস্টমঘাট এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে।আহত সৈকত মহানগরের ৩ নম্বর মুন্সিপাড়া আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল জোয়াদ্দারের ছেলে।স্থানীয়রা জানান, সৈকত ১ নম্বর কাস্টমঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।এ সময়ে দুটি মোটরসাইকেলে চার দুর্বৃত্ত সৈকতকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। একটি গুলি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হয়।এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ ক্লিনিকে নেন।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।