
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।মানিকগঞ্জের ঘিওর উপজেলার ছাত্রদল নেতা লাভলু মিয়া (৪০) হত্যার ঘটনায় ২৪ ঘন্টা পার হলেও ধরা পড়েনি কোন আসামি।এর প্রতিবাদে গ্রামবাসী হরতালের ডাক দেয়।আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা উপজেলা ব্যাপী এই হরতালের ডাক দিয়েছিলো গ্রামবাসী (কুস্তা এলাকাবাসী)।এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল বলেন,এই ঘটনা এখনো পর্যন্ত ভুক্তভোগীর পরিবার মামলা করেনি।শুনেছি তারা জানাজা শেষে থানায় আসবেন।তাদের অভিযোগের ভিত্তিতে আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার করা হবে।