
খবর বিজ্ঞপ্তি : আজ ১৪ই অক্টোবর এশিয়ান টিভির বাগেরহাট (দক্ষিণ) জেলা প্রতিনিধি ও দৈনিক খুলনার কাগজের নির্বাহী সম্পাদক জুলিয়ান জয়ের পিতা মিস্টার জ্যোতি প্রসাদ নাথের ২৭ তম মৃত্যুবার্ষিকী।পারিবারিক ভাবে বিভিন্ন আয়োজনে দিনটি পালন করবে সাংবাদিক জুলিয়ান জয়ের পরিবার।দৈনিক খুলনার কাগজ পরিবারের পক্ষ থেকে রইল মিস্টার জ্যোতি প্রসাদ নাথের আত্মার চিরশান্তি কামনা সহ পরিবারের প্রতি সমবেদনা।