
রাজু আহম্মেদ শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মো: বশির আহমেদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি তাঁদের কাছে এই জেলার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান।সাংবাদিকেরা ট্রাফিক জ্যাম, সড়কের পাশে গাড়ি রাখা, ফুটপাতে দোকান,চাঁদাবাজি ইত্যাদি বিষয় নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।এ সময় পুলিশ সুপার বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের আয়নাস্বরূপ, যার প্রতিফলন সব জায়গায় হয়। বাংলাদেশ পুলিশ আপনাদের নিয়ে আমরা একত্রে কাজ করতে চাই বিশেষ করে মানিকগঞ্জ জেলায়। চাঁদাবাজির বিষয় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর আমরা যারা এখানে কর্মরত আছি, আমরা কোনো চাঁদাবাজি প্রশ্রয় বা আশ্রয় কোনো কিছুই দেব না। আমরা আপনাদের সহযোগিতা চাই। মানিকগঞ্জে যেসব সমস্যা আছে, সেগুলো যাতে সমাধান করতে পারি এবং কার্যকরভাবে জনগণের আস্থা অর্জন করতে পারি, সে চেষ্টা করব।মাদকের বিষয়ে পুলিশ সুপার বলেন, আমি মানিকগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে চাই। এ বিষয় জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থার মাধ্যমে দমন করা হবে।ট্রাফিক জ্যাম, রাস্তার ওপরে দোকান বসানো ইত্যাদি বিষয় জেলা পুলিশের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয় পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন।মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুবসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।