1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় র‍্যাবের অভিযানে ৪৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জাল সনদে চাকরি করছেন ৬০ হাজার শিক্ষক, প্রধান বিচারপতির দ্বারস্থ হতে যাচ্ছে এনটিআরসিএ ফের গাজী টায়ার কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন দেশ ছেড়ে বেলজিয়ামে হাছান মাহমুদ শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর বিডিআর বিদ্রোহ নিয়ে মুখ খুললেন সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদ বরগুনায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেফতার সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তারা, পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা

নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।ডামুড্যায় একটি ক্লিনিকে বাচ্চা ও প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালায়।স্বজনদের অভিযোগ, নরমালে বাচ্চা হওয়ার পর ঠিকমত বাচ্চার নাভি কাটতে না পারার কারণে তার রক্তক্ষরণ হয়েছে।এ ছাড়া ডাক্তার ছাড়াই ভর্তি করে ওটিতে নেওয়া হয়েছিল।বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০ টায় ডামুড্যা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা নেওয়ার পথে দুপুর ২ টার দিকে নবজাতকটি মারা যায়। অন্য দিকে রাত ৮ টার দিকে ঢাকা মেডিকেলে প্রসূতি মা মারা যায়।ওই প্রসূতির নাম আকলিমা। তিনি উপজেলার পূর্ব ডামুড্যার আনোয়ার হোসেন স্ত্রী। তিনি ছেলে শিশু জন্ম দেন।স্বজন ও ক্লিনিক সূত্রে জানা যায়, গতরাত রাত তিনটার দিকে ক্লিনিকে প্রসভ বেদনা নিয়ে আসে।তখন হাসপাতালে ডাক্তার ছিলেন না। সিনিয়র নার্স সোহানা এই রোগীকে ভর্তি করেন। ভর্তি করার পরে প্রসব বেদনা বেড়ে গেলে তাকে ওটিতে নিয়ে যায়। তার নরমালে ছেলে বাবু ডেলিভারি হয়। ডেলিভারির পর হঠাৎ করে বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায়।তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়। সকাল সাতটার দিকে প্রসূতি মায়ের শরীরে অবস্থা খারাপ হওয়া শুরু করে। তাকে রক্ত দেওয়া হয়। পরে ৯ টার দিকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে কর্তব্যরত চিকিৎসক। বেলা দুইটার সময় বাচ্চাটি মারা যায়। রাতে আইসিউতে মা মারা যায়। এতে স্বজনরা ক্ষিপ্ত হয়ে ক্লিনিক ও ক্লিনিকের ফার্মেসি ভাঙচুর করে।আকলিমার ভাই কাউছার বলেন, রাতে আমরা রোগী নিয়ে আসি ক্লিনিকে। তারা আসার পর পরই আমাদের বিভিন্ন ওষুধ আনতে একটি স্লিপ ধরিয়ে দেন। পরে ভোরে আমাদের ছেলে বাবু হয় নরমালে।তখন কোনো ডাক্তার ছিল না। আমরা বারবার ডাক্তারের কথা বললে তারা তা শোনেই না। সকালে ক্লিনিকের পরিচালক আসার পর সে রোগীকে রক্ত দিতে বলেন। তারা রক্ত দেন। আবার আমি ডাক্তারের কথা বললে সে আমার সাথে খারাপ ব্যবহার করেন। বলে এই সব রোগী এমন ই হয়। ৯ টার দিকে ডাক্তার এসে রোগী দেখে ঢাকা মেডিকেলে পাঠান। আমার ভাগিনাও শেষ আমার বোনটাও শেষ। আমি এর বিচার চাই।ডামুড্যা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক এর পরিচালক আব্দুর সত্তার বলেন, রাতে এই রোগী আমাদের এখানে আসে। কিন্তু আমাদের সিনিয়র নার্স এটি জানাননি। সকালে রক্ত না থামার কারণে সে আমাকে জানায়। আমি দ্রুত ডাক্তার সাথে কথা বলে রক্ত দিতে বলি। পরে আমি আসি। তার কিছু সময় পর ডাক্তার এসে রোগী দেখে। সে প্রসূতির রক্ত না থামার কারণে রেফার্ড করেন ঢাকা মেডিকেলে। আমরা বিষয়টি নিয়ে সব সময় তাদের সাথে যোগাযোগ রাখছি।ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ এমারত হোসেন বলেন, আমরা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে আসি। এসে দেখি ক্লিনিকের নিচের তলা ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। আমাদের কাছে অভিযোগ করলে আমরা তদন্ত সার্পেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, আমরা অভিযোগ পেলে বিষয়টি দেখবো। প্রথমে তদন্ত কমিটি গঠন করবো। পরে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park