1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

খুলনার দিঘলিয়ায় অসহায় নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া উপজেলায় ভিডব্লিউবি কার্ডধারী অসহায় ও দুঃস্থ নারীদের জন্য বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বারাকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ নৌবাহিনী (যৌথ বাহিনী) এর সহায়তায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক পুষ্পেন্দু দাস চাল বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুমন কুমার ঘোষ, ইউপি সদস্য মিলন মজুমদার, মো. আওরঙ্গজেব মোড়ল ও রিপন মল্লিক।ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির আওতায় বারাকপুর ইউনিয়নের ৪৩৩ জন উপকারভোগী নারীকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে। সেলাই করা বস্তায় সরবরাহকৃত এই চাল দুই বছর ধরে একটানা পাওয়া যাবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু বিশ্বাস বলেন, “দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে নারীরা যেমন উপকৃত হবেন, তেমনি তাদের সামাজিক অবস্থানও উন্নত হবে।”উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত জানান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিদ্যালয়গামী নারীরা যাচাই-বাছাই শেষে কার্ডের মাধ্যমে এ সুবিধা পাচ্ছেন। এ জন্য প্রত্যেক উপকারভোগীকে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকে ২২০ টাকা জমা দিতে হয়েছে, যা দুই বছর পর লাভসহ ফেরত দেওয়া হবে।চাল বিতরণ কার্যক্রমে যৌথ বাহিনীর সহায়তায় সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হয়। উপকারভোগীরা এ সময় যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা এবং বিশেষভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park