
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির আয়োজনে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেন জেলা আইনজীবী সহকারী সমিতির ১ নম্বর আইনজীবী সহকারী ভবন দল ও ২ নম্বর আইনজীবী সহকারী ভবন দল। রোমাঞ্চকর ৯০ মিনিটের লড়াইয়ে পাল্টাপাল্টি আক্রমণের পরও নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্রয়ে শেষ হয়।ম্যাচ শেষে দুই দলের হাতে ট্রফি তুলে দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট মো.আজাদ হোসেন খান।আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সভাপতিত্বে এবং মো. আলমগীর হোসেন (আলম) ও অমল কুমার রাজবংশী সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন,অ্যাডভোকেট মতিউর রহমান আঙ্গুর,অ্যাডভোকেট সুভাষ চন্দ্র রাজবংশী, অ্যাডভোকেট রেজাউল করিম রেজাসহ প্রমুখ।ম্যাচ উপলক্ষে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলার আইনজীবী ও আইনজীবী সহকারীসহ সাধারণ দর্শকরাও খেলা উপভোগ করেন। খেলা শেষে অতিথিরা এমন আয়োজনের মাধ্যমে আইনজীবী সহকারীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও খেলাধুলার চর্চা আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।