1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

দাকোপ পানখালী ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সবুরের বিরুদ্ধে সাংবাদিককে অপদস্ত করার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার।।খুলনার দাকোপ উপজেলায় পানখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সবুরের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, তাদেরকে হুমকি এবং অপমান করার গুরুতর অভিযোগ উঠেছে।এ ঘটনায় “রূপসী বাংলা টেলিভিশনের” খুলনা বিভাগীয় প্রধান নজরুল ইসলাম মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দাকোপ থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৪০৫।জিডি সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রূপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান নজরুল ইসলাম নবীসহ সাংবাদিক মো. গোলাম কিবরিয়া তুহিন এবং তানভীর তপন তথ্য সংগ্রহের জন্য দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে দায়িত্বে থাকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুস সবুর সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে অস্বীকৃতি জানান।শুধু তাই নয় তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে বলা হয়, ওই কর্মকর্তা সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন।এতে উপস্থিত সাংবাদিকরা চরমভাবে অপমানিত বোধ করেন এবং বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে বাধ্য হন।সাংবাদিক নজরুল ইসলাম নবী থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, এই ঘটনার কারণে তিনি ও তার সহকর্মীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “সাংবাদিক নজরুল ইসলাম নবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।অভিযোগ আমরা গ্রহণ করেছি।বিষয়টি আদালতের পাঠানো হবে, অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সাংবাদিক সমাজ মনে করছে, সাংবাদিকদের সঙ্গে দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ শুধু অনভিপ্রেত নয়, এটি মুক্ত সাংবাদিকতার উপরও সরাসরি আঘাত।তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে পানখালি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সবুরকে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park