
শাওন আহমেদ,মানিকগঞ্জ প্রতিনিধি।।চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে মো. আকবর হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।বুধবার (৩ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. এ. হামিদ এ রায় ঘোষণা করেন । ওই ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) মুহাম্মদ মাছুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.আকবর হোসেন (৫০), শিবালয় উপজেলার গোবিন্দবাড়ী গ্রামের মৃত মুক্তি হোসেনের ছেলে।মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে শিশুটি মুকবুল পাগলার বাড়িতে গান শুনতে গেলে অভিযুক্ত আকবর হোসেন তাকে ডেকে ইজ্জতের বন্ধ দোকানের সামনে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কামড়া কামড়ি করিতে থাকে। তখন চিৎকার করতে গেলে আকবর হোসেন শিশুটির মুখ চেপে ধরে দোকানের সামনে থাকা একটি কাঠের বেঞ্চের ওপর জোরপূর্বক শুইয়ে পরিহিত হাফ প্যান্ট খুলিয়া ধর্ষন করে। ইতিমধ্যে শিশুটির মা তাকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত আকবর হোসেন তাকে দেখে ভয়ে শিশুটিকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে শিশুটি তার মাতার নিকট ঘটনার বিষয়ে বলে।এই ঘটনায় ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি শিশুর বাবা শিবালয় থানায় মো.আকবর হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ১৭ মে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন,(সংশোধনী ২০২৩) এর ৯(১) ধারায় অভিযোগ গঠন করেন আদালত। দশ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধনী ২০২০) এর ৯(৪)/খ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।