
শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ২১০ পিস ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে শিবালয় থানাধীন ভাওয়ালকান্দি এলাকার মো. নজিম উদ্দিন এর মুদি দোকানের সামনে টেপড়া হইতে উলাইল যাওয়ার পাকা রাস্তার উপর হইতে সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—শিবালয় উপজেলার ভাকলা গ্রামের মো.হাকিম উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫), শিবালয় উপজেলার দক্ষিন উলাইল গ্রামের মো. আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে মো. নাঈম (২৬),শিবালয় উপজেলার আমডালা গ্রামের মৃত হরেন চন্দ্রের ছেলে সুধাংশ সরকার (৩০), হরিরামপুর উপজেলার কোটকান্দি কুঠিরহাট গ্রামের মো.লালন দেওয়ানের ছেলে মো. শামীম দেওয়ান (২৭), শিবালয় উপজেলার জুনিকালসা গ্রামের সাবেক মেম্বার মো. শাহাজাহানের ছেলে মো. রাজা মোল্লা (৪৫), শিবালয় উপজেলার কাতরাসিন গ্রামের মো. জিলাল উদ্দিনের ছেলে মো. রাজীব মিয়া (২৮), শিবালয় উপজেলার রুপসা গ্রামের আক্তার হোসেনের ছেলে রানা আহাম্মেদ (২৯)।ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয় মো. আলমগীর হোসেন এর দখল হতে ১০০ পিস, মো. নাঈম এর দখল হতে ৫০ পিস, সুধাংশ সরকার এর দখল হতে ৩০ পিস, মো. শামীম দেওয়ান এর দখল হতে ২০ পিস এবং মো. রাজা মোল্লা এর দখল হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা। এছাড়া মো. রাজীব মিয়া ও রানা আহাম্মেদ মাদক বিক্রিতে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন,“মাদক ব্যবসার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।