
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রাজ্জাক শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।বুধবার (২৩ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. এ. হামিদ এ রায় ঘোষণা করেন । ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাজ্জাক শেখ (৫১), শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের মৃত অন্তেষ শেখের ছেলে।মামলার বিবরণ থেকে জানা যায়,আসামি ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকাল ৩ টার দিকে শিশুকে সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধান ক্ষেতের প্রজেক্টের মেশিন ঘরের পাশে ক্ষেতে নিয়ে বিকাল অনুমান ৩ টার দিকে শিশুর পরিহিত পায়জামা খুলে ধর্ষণ করে। পরবর্তীতে শিশু ফুলসহ বাড়িতে এসে তার মাতার নিকট ঘটনার বিষয়ে বলে।এই ঘটনায় ২০২৩ সালের ১৬ জানুয়ারি শিশুর বাবা শিবালয় থানায় রাজ্জাক শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন,(সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় অভিযোগ গঠন করেন আদালত। ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।