
টাঙ্গাইল জেলা প্রতিনিধি।। টাঙ্গাইলে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি মনোনীত হন বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, আর সাধারন সম্পাদক মনোনীত হন সাংবাদিক নূর মোহাম্মদ রাজ্য। শহরের করোনেশন ড্রামাটিক ক্লাবে গত ১৭ জুলাই সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এই দায়িত্ব ভার অর্পন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুব এর উপস্থিতি সকলের সর্বসম্মতিক্রমে টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন অভিনেতা ও সাংবাদিক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য।নেতৃবৃন্দ জানান এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বা প্ল্যাটফর্ম, যার উদ্দেশ্য সাধারণ জনগণের নাগরিক অধিকার রক্ষা সচেতনতা বৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পরিবেশ প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। এ সভায় বক্তারা আরো বলেন নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে প্রতিকার চাওয়া, আইনি সহায়তা, মানুষের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।এ সময় আলোচনায় অংশ নেয় টাঙ্গাইলের বুদ্ধিজীবী, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ও নানা পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।