
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।রবিবার (১৩ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. এ. হামিদ এ রায় ঘোষণা করেন । রায়ে বলা হয়, ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ুন কবির দৈনিক দিগন্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।মৃত্যুদণ্ড প্রাপ্ত, আনোয়ার হোসেন ওরফে আনু, যশোর জেলার কতোয়ালী মডেল থানার নওদাগ্রাম ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে।মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী বাবা ও মায়ের সঙ্গে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দশড়া গ্রামের ভাড়াটিয়া বাসায় বসবাস করত। আসামি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ঘুমন্ত অবস্থায় থাকা ৯ বছর বয়সী মেয়েকে মুখ চেপে ধরে তাকে খাট থেকে নামিয়ে মেঝেতে ফেলে জোরপূর্বক তার পরনের কাপড় খুলে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।এই ঘটনায় ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ভুক্তভোগী কিশোরীর মা মোছা. আছমা বেগম মানিকগঞ্জ সদর থানায় স্বামীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলাটি তদন্ত করে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় অভিযোগ গঠন করেন আদালত।আদালতে হাজির আসামির কাছে অভিযোগপত্র পাঠ করে বিস্তারিত ব্যাখ্যা করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। দীর্ঘ শুনানিতে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।