
জয় ই মামুন বিশেষ প্রতিবেদকঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউপিতে বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নেতা জনৈক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজের অপরাধে স্থানীয়রা হাতে নাতে ধরে তাদের ২ জনকেই সারা রাত গাছের সঙ্গে দরি দিয়ে বেঁধে রাখার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১১ জুলাই রোজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে। অভিযুক্ত বিএনপি নেতা সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে। এলাকাবাসীর দাবি, চর দেশ গ্রামের জনৈক সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে তার দীর্ঘ দিনের অনৈতিক সম্পর্ক রয়েছে। প্রতি গভীর রাতেই তারা ২ জনেই প্রেমলিলা আদান প্রদান করতেন বলে এলাকায় গুন্জন রয়েছে। সে প্রক্ষিতে গত শুক্রবার গভীর রাতে মুনজেল চুপিচুপি ওই প্রেমিকের ঘরে ঢোকে অনৈতিক কাজ করা অবস্থায় ওতপেতে থাকা গ্রামবাসী মুনজেলকে ধরে সকাল পর্যন্ত সময়ে গাছের সাথে বেঁধে রাখে। যেমন কাম তেমন ফল। বিধি হয়েছে বাম। এরই নাম হচ্ছে নেতা। এ সুনামের কাজটি করে নেতা পাকল বলে জানান স্থানীয়রা। ধামশ্বর ইউপির বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে, রাত ২টার দিকে এলাকাবাসী তাদের আটক করে গাছের সাথে বেঁধে রাখে। তারা দু’জনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছে। ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবে না বলে সাফ জানিয়েছে। তবে অভিযুক্ত দু’জনেই বিয়ে করতে রাজি হয়েছে বলে গ্রামবাসী সূত্রে জানা যায়। মুনজেল নেতা কিন্ত বিবাহিত তাই সমস্যা হচ্ছে। আগের বউয়ের অনুমতিতে সমস্যা হচ্ছে। তারপরও সামাজিক ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। ওখানে থানা পুলিশ এবং ইউপি চেয়ারম্যান উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। দলীয়ভাবে মুনজেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানা যায়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতার এমন কর্মকাণ্ড নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন গণমাধ্যমকে বলেন যে, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে কিন্ত এ বিষয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।