
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে চারটি গাঁজা গাছসহ এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (২১ জুন) রাত ৯ টার দিকে সাটুরিয়া উপজেলার সাইজাল বরুন্ডি এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে মো.ফয়সাল মিয়া ওরফে বিজয়কে তার বসত ঘরের দক্ষিনে অবস্থিত পাঁকা করা টয়লেটের ছাদের উপর হইতে গ্রেফতার করা হয়।ডিবি ও স্থানীয় সূত্রে জানাযায়, মো. ফয়সাল মিয়া ওরফে বিজয় (৩২) তার নিজ বাড়িতে গোপনে চারটি গাঁজার গাছ রোপণ করেন।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এসআই মো. আবুল হাসান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছসহ মো.ফয়সাল মিয়া ওরফে বিজয়কে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া চারটি গাঁজা গাছের বাজারমূল্য ২০ হাজার টাকা।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,মাদক বিরোধী বিশেষ অভিযানে চারটি গাঁজা গাছসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে । মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।