
‘
শাওন মানিকগঞ্জ প্রতিনিধি।।এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে দলের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। এ জন্য দলের নেতা-কর্মীদের আরও ঐক্যবদ্ধ থাকতে হবে। একতা আরও কঠিনভাবে ধরে রাখতে হবে। আগামী নির্বাচনে যত বাধাই আসুক, ধানের শীষের বিজয় হবেই।গতকাল শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা এ কথাগুলো বলেন। জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।আফরোজা খানমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সারের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার, সত্যেনকান্ত পন্ডিত ভজন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল লদি, আতাউর রহমান খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস মজলিস খান, জেলা ড্যাবের সভাপতি বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন, সদস্যসচিব তুহিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, সদস্যসচিব রকিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান প্রমুখ।জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদে রক্তদান কর্মসূচি ও বইমেলারও আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা বইমেলা ঘুরে দেখেন।