1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

হত্যা মামলার চার দিনের রিমান্ড শেষে আদালতে মমতাজ বেগম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সিংগাইর থানার হত্যা মামলার রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমকে।শুক্রবার (৩০মে) সকাল সাড়ে ১১ টার দিকে সিংগাইর থানার হত্যা মামলার রিমান্ড শেষে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আদালতে তাকে হাজির করা হয়।জানা যায়, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ২২ মে শুনানিতে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই মামলায় চার দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে আনা হয়।এছাড়া, মমতাজ বেগমের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। সেই মামলায় ২২ মে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ডের জন্য আজ তাকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়।এ বিষয়ে মানিকগঞ্জ আদালত পরিদর্শক মো. আবুল খায়ের  মিয়া বলেন, আজ সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ সিংগাইর থানার হত্যা মামলার ৪ দিনের রিমান্ড শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আদালতে হাজির করা হয়। এবং হরিরামপুর থানার মামলার দুই দিনের রিমান্ডের জন্য তাকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park