1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জে কালীমন্দিরে আগুনে প্রতিমা পুড়ে গেছে, আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলায় একটি কালিমন্দিরে অগ্নিকাণ্ড হয়েছে। এতে মন্দিরে থাকা কয়েকটি প্রতিমা ও মন্দিরের ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এদিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।সদর উপজেলার সদরপুর ঘোনা এলাকার কালী মন্দিরে আজ বুধবার (২৮ মে) ভোরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।সরজমিনে দেখা গেছে, আগুনে মন্দিরের বিভিন্ন প্রতিমা পুড়ে গেছে। মন্দিরের ভেতরে পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। স্থানীয় লোকজন মন্দিরের সামনে ভিড় করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।পুলিশ, স্থানীয় লোকজন ও মন্দির কমিটির লোকজন জানান, আজ ভোরে আধাপাকা ঘরে কালী মন্দিরে আগুন জ্বলতে দেখেন পাশের লোকজন। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে মন্দিরে মা কালি, হনুমান ও অসুরসহ কয়েকটি প্রতিমা ও মন্দিরের ঘর পুড়ে যায়।মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস বলেন, ‘এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালানো হয়। এ ছাড়া বছরে একবার পূজা অর্চনা হয়। এলাকায় কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে নিশ্চিত নই। তবে অগ্নিকাণ্ডের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্ব দিয়ে দেখবে বলে জানিয়েছেন।’এ বিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে কিনা, তা তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।’এদিকে খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিনসহ সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, ‘মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সবকিছু বিবেচনা করে আমরা তদন্ত করছি’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park