দেলোয়ার হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১ এপ্রিল দুপুর ২টার সময় চুকাইবাড়ী ইউনিয়ন ফুটানি বাজার ঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ মুক্তাদির (রং মিয়া) কে তিন লক্ষ টাকা জরিমানা করেন।
পরে আনুমানিক ১০০০ মিটার পরিমাণ প্লাস্টিক পাইপ ধ্বংস করা হয় এবং বালু উত্তোলনের প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে যমুনা নদীর ভাঙন বৃদ্ধি পায় এতে দেওয়ানগঞ্জে বিভিন্ন জায়গায় হুমকির মুখে পরবে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ বিষয়ে এলাকাবাসী জানান শুধু যমুনা নদী নয়, জিঞ্জিরাম নদী, ব্রহ্মপুত্র নদী ও দেওয়ানগঞ্জে উপজেলা সমস্ত নদী-নালায় অবৈধ ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন করায় শত শত মানুষ হুমকিতে রয়েছি। আমাদের অনুরোধ রইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কাছে অতি বিলম্বে অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করা হোক।

Comment here