নিজস্ব প্রতিবেদক || রাজধানীর কারওয়ানবাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ৮ মিনিটে হাসিনা মার্কেটের টিনশেড ঘরগুলোতে আগুন লাগে। রাত পৌনে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, পুরো মার্কেটে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
Comment here