দিগন্তর নিউজ || রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৪২২১ পিস ইয়াবা, ১৬৬ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ১৪৪ বোতল ফেন্সিডিল, ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ২০ টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫৫ লিটার দেশী মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৩ ফেব্রুয়ারি, ২০২১ (শনিবার) সকাল ছয়টা থেকে আজ ১৪ ফেব্রুয়ারি, ২০২১ (রবিবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭ টি মামলা রুজু হয়েছে।
Comment here