আফজাল আহমেদ || সিনিয়র রিপোর্টার || রাজধানীসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের দুই হাজার চারশো বুথে গণ টিকাদান কর্মসূচি শুরুর তৃতীয় দিনে ভ্যাকসিন নিয়েছেন এক লাখ এক হাজার ৮২ জন। তারমধ্যে ৭৪ হাজার ৫৮৬ জন পুরুষ আর ২৬ হাজার ৪৯৬ জন নারী টিকা নিয়েছেন।
এদিনে ঢাকায় টিকা নিয়েছেন ১২,৫১৭ জন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ৯৪ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। দ্বিতীয় দিন নেন ৪৬ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন। তারমধ্যে নারীরা টিকা গ্রহণে পিছিয়ে। সংখ্যার বিচারে এক লাখ ৩৪ হাজার ৭৩৫ জন পুরুষ ও ৪৪ হাজার ৫৮৩ জন নারী করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। তারমধ্যে ২০৭ জনের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
গত ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে।
Comment here