আক্কেলপুর প্রতিনিধি || জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ’র টিকা গ্রহনের মাধ্যমে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
রবিবার ৭ জানুয়ারি সকাল ১০ টায় টিকাদান কর্মসূচির উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার এস. এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ সকলকে টিকা নেয়ার আহ্বান জানান।
উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগারওয়ালা, বীর মুক্তিযোদ্ধা মুন্টু কবিরাজ, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খানসহ মুক্তিযোদ্ধা, চিকিৎসক, নার্স, সাংবাদিক, বিভিন্ন পেশার প্রথম সারির করোনা যোদ্ধা প্রাথমিক ভাবে ২০ জন কোভিড-১৯ টিকা গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ডেন্টাল সার্জন ডাঃ গোলাম কিবরিয়া।
…………
প্রতিনিধিঃ
চৈতন্য চ্যাটার্জী
আক্কেলপুর, জয়পুরহাট
Comment here