অনলাইন ডেস্ক : কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ষড়যন্ত্রের অংশ আল জাজিরার এই প্রতিবেদন। এছাড়া ইসরাইল থেকে মোবাইলে আড়িপাতার যন্ত্র কেনার বিষয়েও মিথ্যা তথ্য দিয়েছে আলজাজিরা।
এ ছাড়াও প্রতিবেদনে দেখানো আরও নানা বিষয়েও প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর।
এর আগে সকালে আল জাজিরার প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করে বিবৃতি দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
Comment here