অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করা। রোববার (৩১ জানুয়ারি) বাবুনগরীর খাদেম জুনায়েদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে হুজুরের জ্বর হয়েছিল। শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় উনাকে শনিবার সন্ধ্যার পর হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
৬৭ বছর বয়সী জুনাইদ বাবুনগরীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে বলে জানান তিনি।
Comment here