এম.এ.সেলিম,বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ উপলক্ষে নেত্রকোণা লেডিস ক্লাবের উদ্যোগে হাতকুন্ডলী আশ্রয়ন প্রকল্পে বসবাসরত শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুর ১২টার সময় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শীতার্থ হত-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক পত্নী ও নেত্রকোণা লেডিস ক্লাবের সভাপতি কাজি সুমন্না রহমান।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা খাতুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোণা জেলা শাখার সম্পাদিকা তাহেজা বেগম এ্যানি, জাতীয় মহিলা সংস্থা নেত্রকোণার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মহিলা পরিষদ নেত্রী আয়েশা খাতুন, ফাহমিদা খাতুন তোতা, মঞ্জু রানীসহ লেডিস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
Comment here