এম.এ.সেলিম,বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. আলা উদ্দিন আলাল মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ১১ হাজার ১২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার পেয়েছেন ১ হাজার ৯১৫ ভোট।
এছাড়া সিপিবি প্রার্থী কাস্তে মার্কা প্রতিকে মো. শামছুল আলম খান পেয়েছেন ৫৫০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এর প্রার্থী মুহাম্মদ আব্দুল মান্নান হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩১ ভোট।
শনিবার রাতে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।
ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্ন ভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এম.এ.সেলিম
বিশেষ প্রতিনিধি
Comment here