সৈয়দ আমিনুল ইসলাম আল আমিন : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে (২৫ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত পারের টং এলাকার মফিজ উল্লাহর মেয়ে পলি আক্তার (১৯) নামে এক তরুনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সুত্রে জানাগেছে সে তার বসতঘরের ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে ছিলো,পরে তাকে দ্রত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ ইউসুফ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরিবার সুত্রে ও স্থানীয় ইউপি চেয়ারম্যান’এর মাধ্যমে আমরা জানতে পারি যে মেয়েটি মানসিক রোগী ছিল, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
Comment here