দিগন্তর অনলাইন ডেস্ক : ‘তরুণ সমাজকে মাদক ও নানা অপকর্ম থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব শেখ ফজলে নূর তাপসের নির্দেশক্রমে আমুলিয়া মডেল টাউনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২২ জানুয়ারি )আমুলিয়ায় ৭০ নং ওয়ার্ড ও ৭৪ নং ওয়ার্ডের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
প্রীতি এ ফুটবল ম্যাচে ডিএসসিসির ৭০ নং ওয়ার্ড ৫-১ গোলে জয়লাভ করে।
এসময় হাজী আতিকুর রহমান আতিক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহাদয় জনাব শেখ ফজলে নূর তাপস সাহেবের নির্দেশক্রমে আজকের এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত হতে আহ্বান জানান।
Comment here