দিগন্তর ডেস্ক :রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর প্রাণহানির খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শ্যামলী ওভার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর অবস্থায় এক ট্রাফিক পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে শ্যামলী ওভার ব্রিজের সামনে দ্রুত গতিতে আসা একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে একসঙ্গে চাপা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করা হয়েছে।
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Comment here