মো.আকতার হোসেন খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরীকে ৩০ হাজার ও বিএনপির মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার সেলিম মার্কেটের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান সাকিল’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান সাকিল জানান, বিএনপির মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলের সমর্থনে নেতাকর্মীরা মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যাওয়ার পথে মেলিম মার্কেটের সামনে তাদের জরিমানা করা আটক করা হয়। একই সময় আদালত সড়কের দিক আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর সমর্থনে কয়েকশত নেতাকর্মী মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে পথে একই স্থানে পৌরসভা (নির্বাচন আচরন) বিধিমালা ,২০১৫ এর ৭ (ক) বিধি লঙ্ঘনের অপরাধে ৩১ ধারায় এ দণ্ড প্রদান করা হয়েছে।
Comment here