দিগন্তর ডেস্ক :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এস এম আবরার লাবিব নামে এক শিক্ষার্থী মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল থেকে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় আজ বুধবার চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লাবিবের পরিবার। নিখোঁজ আবরার চবি’র ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায়, গত কয়েকদিন ধরে আবরারের বাবা অসুস্থ হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার অসুস্থ বাবার দেখাশোনা করে বেরিয়ে আর বাসায় ফিরেননি তিনি।
ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এসআই) এস এম মানিক বলেন, আজ সকালে থানায় জিডি করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি।
Comment here