নূরুল আমিন মল্লিক বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক আজ শনিবার (২ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় পাথরঘাটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, বরগুনা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি আব্দুল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুক প্রমুখ।
সভা সঞ্চালনা করেন পাথরঘাটা থানা ওসি (তদন্ত) মো. সাঈদ আহমেদ।
আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক যে দিকনির্দেশনা দিয়েছেন তা শতভাগ বাস্তবায়ন করবেন পাথরঘাটা থানার সম্মানিত পুলিশ সদস্য ও বরগুনার ডিবি পুলিশ। এ আশাবাদ ব্যাক্ত করেন ওই সভায় উপস্থিত জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজসহ পাথরঘাটা উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দ।
এসময় উপস্থিত সকলে শুভ কামনা ও অভিনন্দন জানিয়েছেন বরগুনার নবাগত পুলিশ সুপার মহোদয়কে।
Comment here