সাভার প্রতিনিধি : ঢাকার সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
তারা জানায়, আশুলিয়ার ওই এলাকায় এক নারীর মাথাবিহীন মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়।
ধারণা করা হচ্ছে, দু-একদিন আগে হত্যার পর মরদেহ ওই নির্জন জায়গায় ফেলে রাখা হয়েছে।
এই প্রসঙ্গে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আশা করছি, শিগগির এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।
Comment here