তৌহিদুল ইসলাম সরকার নান্দাইল প্রতিনিধি :
আজ ২৩ ডিসেম্বর (বুধবার) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসকের নির্দেশনায়,নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) মো: শাহ আলম এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার নান্দাইলে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এই অভিযানে ০৮টি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে ৭০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এতে সহযোগিতায় ছিলেন নান্দাইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান, নান্দাইল পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহজাহান মিয়া এবং নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এসআইটি আহসানউদ্দিন আকন্দ সোহাগ ও নান্দাইল পৌরসভার অফিস সহায়ক মোঃ আতাহার আলী।
এসময় জনগণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাথে ছিলেন জেলা পুলিশ লাইনের একটি চৌকষ টিম।
জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।
Comment here