সরওয়ার হোসেন খান : রাজধানীর মিরপুরে তালতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে দিকে নাভানা টাওয়ারের পাশের ওই বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
লিমা খানম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
Comment here