কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তিন আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ ডিসেম্বর) আসামিদের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানসহ (৩৫) তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কুমারখালী উপজেলার কয়া গ্রামে বাঘা যতীনের ভাস্কর্যটি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকেলে কয়া কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
Comment here