শ্রীমঙ্গল প্রতিনিধি
সৈয়দ আমিনুল ইসলাম আল আমিন : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের শাহজিবাজার এর মেসার্স শামসুদ্দিন এন্ড ব্রাদার্সের সামনে আজ (১৮ ডিসেম্বর) শুক্রবার কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত, এবং একজন গুরুতর আহত হয়েছে।
শ্রীমঙ্গল ফারার সার্ভিসকর্মীরা খবর পেয়ে দ্রত আহতকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত ব্যক্তিকে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইনচার্জ আজিজুল হক রাজন।
নিহত ও আহত ব্যক্তিরা ট্রাকের চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক” তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
Comment here