দিগন্তর ডেস্ক রিপোর্ট : বেড়ানোর কথা বলে এক স্কুলছাত্রীকে আটকে রেখে টানা চার দিন পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে।
জানা যায়, নরসিংদীর মনোহরদীতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিক ও তার চার সহযোগীর বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল বুধবার রাতে মনোহরদী থানায় নির্যাতিত ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে কথিত প্রেমিক শাওন মিয়াসহ (২৪) তার চার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্ত শাওন মিয়া মনোহরদীর উপজেলার চালকচর ইউনিয়নের চেঙ্গান গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
Comment here