মোঃ আরিফুর রহমান সিলেট ব্যুরো:সিলেট নগরীর জল্লারপাড়স্থ পাঁচ ভাই রেষ্টুরেন্টে র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ অভিযান চালিয়েছে।
আজ সোমবার (৭ ডিসেম্বর) দুুুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল পাওয়ায় ৩ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। উক্ত টাকা আদায় না করলে অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হবে।
র্যাব-৯ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তারুজ্জামান জানান, খাদ্যে ভেজাল, গ্রীলে কাপড়ের লাল রং থাকায় ও নিম্ন মানের খাদ্য সরবরাহ করায় এ জরিমানা প্রদান করা হয়।
এদিকে, পাঁচভাই রেস্টুরেন্টকে জরিমানা করার পর ভ্রাম্যমাণ আদালত পানসি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে যাচ্ছে।
Comment here