চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার রানীরকোর্ট নামক স্থানে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ লিটন মিয়া (২৫) নামের ১ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টার মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় নয় সিপিসি ২ শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একদল র্যাব।
এসময় পাচারকালে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেন তারা। আটককৃত লিটন উপজেলার দুধ পাতিল গ্রামের আক্তার মিয়ার পুত্র। উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।
আটককৃত মালামালসহ লিটন মিয়াকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Comment here