বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় সম্পাদক সহ ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালীর বাউফলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার বেলা ১১টায় পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের যদি স্বার্থ ক্ষুন্ন করা হয়, সাংবাদিকদের কলম এবং হাতকে যদি বন্ধ করে দেয়া হয় তাহলে এ জাতি অন্ধকারে ডুবে যাবে! তাই সাংবাদিকদের উম্মুক্ত ভাবে কাজ করতে দেওয়ার জন্য, অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার থাকার জন্য, সকল অপকর্মের বিরুদ্ধে কলম যাতে চলে তা নিশ্চিত করতে হবে। ঢাকা থেকে প্রকাশিত সকালের সময় সম্পাদক সহ ৫ জনের বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা দ্রুত প্রত্যাহার করে নিতে হবে। দৈনিক ভোরের পাতা প্রতিনিধি এম অহিদুজ্জামান ডিউক এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাংবাদিক মঞ্জুর মোর্শেদ ও মনিরুজ্জামান হিরোন।
মুঃ মুজিবুর রহমান
বাউফল পটুয়াখালী প্রতিনিধি
Comment here