অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে একদিনের ব্যবধানে হঠাৎ বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫৮০ জনে।
এছাড়া গত একদিনে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৯০৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন, ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন।
এদিকে ২৪ ঘণ্টায় ২ হাজার ২০৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার (২৭ নভেম্বর) দেশে ২৪ ঘণ্টায় মোট ২০ জনের মৃত্যু খবর পাওয়া যায়। এ দিন নতুনভাবে আক্রান্ত হয়েছেন ২২৭২ জন।
শনিবারের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১১৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
Comment here