আক্কেলপুর প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২০ উদযাপিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মেলায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের সাথে এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার, মুজিবর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ, ঢাকা বিজ্ঞান জাদুঘর থেকে আগত কিউরেটর মহোদয় সহ সম্মানিত শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিথি বৃন্দ মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন এবং তাদের দিক নির্দেশনা প্রদান করেন।
Comment here