ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা গ্রামে স্বাস্থ্য বিধি মেনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ডেন্টাল চেকআপ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭নভেম্বর) সকালে ভালুকা উপজেলার নিশিন্দা গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডেন্টাল চেকআপ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল আলী ফরাজীর সভাপতিত্বে, শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম মাষ্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াইজ উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগে ও তার অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Comment here